প্রকৃতির রহস্য সবসময়ই মানুষকে ভাবিয়েছে। কৌতূহলী মানুষ প্রকৃতির সেই রহস্যভেদের নেশায় কখনও ভেলা ভাসিয়েছে সমুদ্রের অজানায় আবার কখনও বা যাত্রা করেছে মহাকাশের অসীমের পথে। প্রকৃতির রহস্যভেদের সেই যাত্রায় মানুষ পদানত করেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গকেও। বাদ যায় নি অতল সমুদ্রের তলদেশও। প্রশান্ত মহাসাগরের তলদেশে লুকিয়ে থাকা মারিয়ানা ট্রেঞ্চ যার সবচেয়ে বড় উদাহরণ! “মারিয়ানা ট্রেঞ্চ”। নামটার সাথেই জড়িয়ে আছে এক অসীম রহস্যময়তা। যার রহস্য ভেদ করতে মানুষ বারবার উপেক্ষা করেছে মৃত্যুর হাতছানি।
আজ সেই রহস্যময় মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের।
📌 সাবস্ক্রাইব করুন : / adyopanto
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: / adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]