সাধ্যের সবটুকু প্রচেষ্টা চালিয়ে অতঃপর আল্লাহর উপর ভরসা করার নাম হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুলের মূল হকিকত হলো— মানুষ আল্লাহকে সকল কাজে কর্ম বিধায়ক মনে করবে।
তাওয়াক্কুল একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর একত্ববাদের স্বীকৃতিদানে তাওয়াক্কুলের মত উঁচু স্তর দ্বিতীয়টি নেই।
অনেকে নিজেদের অপারগতা, দুর্বলতা, কর্মহীনতা ও অলসতাকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছে। অপারগতা, দুর্বলতা ও অলসতা থেকে আল্লাহর রাসুল (সাঃ) সব সময় আল্লাহর কাছে পানাহ চাইতেন। এ পার্থিব দুনিয়ায় সফল হতে হলে, এ দুনিয়ার যে সিস্টেম তার সর্বোচ্চটুকু আপনাকে রপ্ত করতে হবে।
তাওয়াক্কুল হল— পরিকল্পনা করা, পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা, বিভিন্ন উপায় উপকরণের সাহায্য নিয়ে সে অনুযায়ী প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া, অবশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা
আল্লাহ তা’আলা ইরশাদ করেন:
“যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট”।
[সূরা আত-তালাক: ৩]
#MizanurRahmanAzhari #তাওয়াক্কুল