প্রথমবারের মতো চন্দ্রবোড়ার দেখা মিলেছে মুন্সীগঞ্জ ও চাঁদাপুরে।স্থানীয়রা বলছেন, কবরস্থান ও ঝোপঝাড়ে আরও কটি চন্দ্রবোড়া দেখেছেন তারা ,বন বিভাগ বলছে, এতদিন শুধু রাজশাহীর পদ্মার চরে কিছু দেখা গেলেও, অন্য অঞ্চল থেকে বিলুপ্ত চন্দ্রবোড়া। নতুন এলাকায় এর সন্ধান মেলার কারণ নিয়ে গবেষণায়ও জোর দিচ্ছে তারা।
#snake #Viper #bangladesh #IndependentTv #News #Live#LA