ভাসানী-মুজিবের রাজনৈতিক দূরত্বের কারন।।
#INFOTAINMENTBD
#বঙ্গবন্ধু
#মওলানা-ভাসানী
১৯৪৯ সালের ২৩ই জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। ভাসানী সভাপতি,মুজিব যুগ্ম সম্পাদক।
মুজিব তাঁর সকল কাজে, সকল সিদ্ধান্তে ভাসানীর পরামর্শ নিতেন।
বয়সের পার্থক্য যেমন ছিল পিতাপুত্রের মতো তেমনি সময়ের পরিক্রমায় রাজনৈতিক মাঠেও ছিলেন গুরু শীষ্যের মতো। অন্য দিকে সিদ্ধান্ত গ্রহণে ভাসানীকে কখনো দেখা যেত দোদুল্যমান। তাইতো মুজিব এবং ভাসানীর সম্পর্কের একপিঠে শ্রদ্ধা -ভক্তির পাশাপাশি অন্যপিঠে মান অভিমানের চিত্রও দৃশ্যমান।