ছাত্রলীগের সেই তুখোড় নেতারা এখন কে কোথায় ? (পর্বঃ ২)
• ছাত্রলীগের সেই তুখোড় নেতারা এখন কে ক...
************
১৯৪৮ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে এসে পরবর্তীকালে অনেকেই নেত্রিত্ব দিয়েছেন জাতীয় পর্যায়ে, আবার কেউ বাংলাদশের রাজনীতিতে হয়েছেন কিংবদন্তীতুল্য । তবে আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনটি নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরির কারখানা হওয়ার কথা থাকলেও এর শীর্ষ নেতাদের বেশির ভাগই মূল দলে খুব একটা ভালো করতে পারেননি।বাংলাদেশ ছাত্রলীগে যারা একসময় তুখোড় নেতা ছিলেন, পরবর্তীকালে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া তাদের বেশির ভাগই মূল সংগঠন আওয়ামী লীগে অবস্থান তৈরি করতে পারেননি। ছাত্র রাজনীতিতে প্রভাবশালী হয়েও মূল দলের রাজনীতিতে তারা হারিয়ে গেছেন।তাদের কেউ দলের পক্ষ হয়ে সংসদ নির্বাচনে গেছেন বটে। কিন্তু দলের ভেতরে চলে গেছেন পেছনের সারিতে। অনেকে আবার দলীয় মনোনয়ন না পেয়ে বা হতাশ হয়ে দল বদল করে ভিন্ন দলেও চলে গেছেন।
#ছাত্রলীগ
#আওয়ামীলীগ