আইজকা ইতিহাসের এক কলংকিত দিন। ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মিত হলো ভারত রাষ্ট্রের উদ্যোগে। আজকের দিনটা লিখে রেখেন। এই দিন থেকে ভারত নামের রাষ্ট্রের পতন শুরু হলো। রাম মন্দির বাবরী মসজিদ বিতর্কের সমাধান নয়। বরং সমস্যার শুরু। আজ যদি হিন্দুরা মনে করে বদলা নিলাম। তাহলে মুসলমানেরাও আশায় থাকবে তারাও একদিন বদলা নিবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই আকাংখাকে তাদের কালেক্টিভ মেমোরিতে ধরে রাখবে।
অথচ এই জায়াগাই হয়ে উঠতে পারতো দুই ধর্মের ঐক্যের প্রতীক। অনেক কিছুই করা সম্ভব ছিলো। হিন্দুরা যদি সত্যিই মনে করে থাকে ওইখানেই রাম জন্মেছিলো সেই জায়গায় যদি মুসলমানেরা মসজিদ বানিয়ে নামাজ পড়ে তাইলে তো খুশী হওয়ার কথা হিন্দুদের। ওই জায়গা জয়েন্ট কালচারাল হেরিটেজ সাইট হতে পারতো। একটা পিস পার্ক মিউজিয়াম হতে পারতো যেখানে একটা স্পেস থাকতো যেইখানে ভারতে দুই ধর্মের ইতিহাস আর তাদের সাংস্কৃতিক তাৎপর্য দেখানো যেতো। ইন্টারফেইথ ডায়ালগ সেন্টার হতে পারতো। একটা ইউনিটি মনুমেন্ট বানানো যেতে পারতো। আরো অনেক কিছুই চিন্তা করে বের করা যেতে পারতো। অথচ এইটা বিভেদের চিহ্ন হয়ে রইলো। উল্লাসের আড়ালে চাপা পড়ে গেলো কতো মানুষের নীরব বেদনা। যদি বিজেপির কথা সত্য হয় যে এইখানে একসময় রামের জন্ম হয়েছিলো আর একটা মন্দির ছিলো সম্রাট বাবর সেটা ভেঙেছে। এই ঘটনা কেউ দেখেছে। দেখেনি। এখন যারা বেচে আছে তাদের ঠাকুর্দা তার ঠাকুর্দাও দেখেনি। কিন্তু এই মসজিদ ভাঙা তো আমরাই দেখলাম। ওইটার উপরে মন্দির বানানোও দেখলাম। সেই মান্ধান্তার আমলের দু:খ যদি হিন্দুরা ভুলতে না পারে তাইলে এই তাজা দু:খ মুসলমানেরা কীভাবে ভুলবে? হিন্দুরা মেজরিটি তাই মাইনিরিটিকে মেজরিটি যা বলবে মেনে নিতে হবে এইটাই তো প্রতিষ্ঠা হলো। তাহলে মুসল্মানেরা যেইখানে মেজরিটি সেইখানে মাইনরিটর সাথে এই আচরণ করলে কী মেনে নিবে ভারত?
Playlist:
বাংলাদেশ প্রসঙ্গ - • বাংলাদেশ প্রসঙ্গ
বাংলাদেশ - • বাংলাদেশ
FOLLOW ME ON:
আমার ফেসবুক পেজ - / pinakirightsactivist
আমার টুইটার হ্যান্ডেল - / pinakitweetsbd
MY BOOKS:
স্বাধীনতা উত্তর বাংলাদেশ - shorturl.at/adny5
সোনার বাংলার রুপালি কথা বইয়ের ইংরেজি অনুবাদ - shorturl.at/zENT7
স্বাধীনতা উত্তর বাংলাদেশ - shorturl.at/mosDN
স্বাধীনতা উত্তর বাংলাদেশ - প্রথম খণ্ড - shorturl.at/lsuFG
মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম - shorturl.at/aruS6
Merchandise - / @pinakibhattacharya
DISCLAIMER:
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here which is under the “Fair Use” of YouTube Policy. Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
All Rights Reserved. ©2017-2022 Pinaki Bhattacharya.